বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

আয়ুষ্মান-সারার ছবির সেটে হামলা

এটি ২০১৯ সালের হিট সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েল। প্রথম পর্বে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে এবং ভূমি পেডনেকর। এবারের নতুন কিস্তিতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং ওয়ামিকা গাব্বি।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খান অভিনীত নতুন কমেডি সিনেমা ‘পতি পত্নী অউর ও ২’-এর শুটিং সেটে এক চাঞ্চল্যকর হামলার ঘটনা ঘটেছে। শুটিং চলাকালীন ছবির কলাকুশলীদের (ক্রু) সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষ হয়, যার একাধিক ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায়, একদল লোক শুটিং ইউনিটের সদস্যদের ওপর চড়াও হয়েছেন। প্রথমে কথা কাটাকাটি দিয়ে শুরু হলেও, মুহূর্তেই তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ উঠেছে, কিছু লোক কলাকুশলীদের কলার ধরে থাপ্পড় মারতে শুরু করেন। এমনকি, কয়েকজনকে চুল ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে মারধর করতেও দেখা যায়।

এই অতর্কিত হামলায় পুলিশ আসার আগেই বেশ কয়েকজন ক্রু সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল, তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি।

এটি ২০১৯ সালের হিট সিনেমা ‘পতি পত্নী অউর ওহ’-এর সিক্যুয়েল। প্রথম পর্বে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে এবং ভূমি পেডনেকর। এবারের নতুন কিস্তিতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা, সারা আলি খান এবং ওয়ামিকা গাব্বি।

একটি বড় বাজেটের সিনেমার শুটিং সেটে এমন হিংসাত্মক ঘটনায় বলিউডজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং কলাকুশলীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এই বিষয়ে ছবির তারকা বা নির্মাতাদের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

বাংলাফ্লো/এইচএম  

 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0