শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

মাঝপথে বন্ধ হলো অরিজিতের কনসার্ট

এই আকস্মিক ঘটনায় অরিজিৎ নিজে এবং উপস্থিত হাজার হাজার দর্শক হতবাক হয়ে যান। গান শেষ করতে না পারায়, তিনি দর্শকদের ধন্যবাদটুকুও জানাতে পারেননি।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: মঞ্চে তখন তিনি ‘সাইয়ারা’ গানের সুরে হাজার হাজার দর্শককে ভাসিয়ে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎই অন্ধকার নেমে এলো পুরো স্টেডিয়ামে, বন্ধ হয়ে গেল মাইক্রোফোন। জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের লন্ডনের একটি লাইভ কনসার্টে সম্প্রতি এমনই এক অপ্রত্যাশিত এবং অস্বস্তিকর ঘটনা ঘটেছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তুমুল আলোচনা।

জানা গেছে, লন্ডনের ওই স্টেডিয়ামের নিয়ম অনুযায়ী, রাত সাড়ে দশটার মধ্যে যেকোনো অনুষ্ঠান শেষ করে ফেলতে হয়। কিন্তু অরিজিৎ সিংয়ের কনসার্টটি নির্ধারিত সময়ের পরেও চলছিল। ঠিক রাত ১০:৩০ বাজতেই, স্টেডিয়াম কর্তৃপক্ষ নিয়ম মেনে ভেন্যুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এই আকস্মিক ঘটনায় অরিজিৎ নিজে এবং উপস্থিত হাজার হাজার দর্শক হতবাক হয়ে যান। গান শেষ করতে না পারায়, তিনি দর্শকদের ধন্যবাদটুকুও জানাতে পারেননি। প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করলেও, বিদ্যুৎ না ফেরায় দর্শকরা হতাশ হয়েই স্টেডিয়াম ছাড়তে শুরু করেন।

এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন।

একদল স্টেডিয়াম কর্তৃপক্ষের নিয়মানুবর্তিতার প্রশংসা করে লিখেছেন, “নিয়ম সবার জন্য সমান এবং সেটা মানা উচিত।”

অন্যদিকে, আরেক দল এর তীব্র সমালোচনা করে লিখেছেন, “একজন শিল্পীকে এভাবে অপমান করা একেবারেই অনুচিত।”

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অরিজিৎ সিং বা অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি, তবে বিশ্বমঞ্চে একজন শীর্ষস্থানীয় শিল্পীর সঙ্গে এমন ঘটনা অনেককেই হতাশ করেছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0