এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: বলিউডের বিখ্যাত খান পরিবারে এখন খুশির হাওয়া। পরিবারের দ্বিতীয় পুত্র, অভিনেতা-প্রযোজক আরবাজ খান ৫৮ বছর বয়সে আবারও বাবা হয়েছেন। তাঁর দ্বিতীয় স্ত্রী, মেকআপ আর্টিস্ট শুরা খান, এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। রবিবার (৫ অক্টোবর) সকালে, মুম্বাইয়ের পি.ডি. হিন্দুজা হাসপাতালে তাঁদের সন্তানের জন্ম হয়।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। এই সুখবর প্রকাশ্যে আসতেই, খান পরিবারে শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে। আবারও চাচা হওয়ায়, ভাইজান সালমান খান পানভেলের ফার্মহাউস থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানা গেছে।
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘পাটনা শুক্লা’ সিনেমার শুটিং সেটেই আরবাজ খানের সঙ্গে পরিচয় হয় শুরার। শুরা ওই সিনেমায় অভিনেত্রী রাভিনা ট্যান্ডনের ব্যক্তিগত মেকআপ শিল্পী হিসেবে কাজ করছিলেন। মাত্র ৯ মাসের পরিচয়ের পর, ২০২৩ সালের ডিসেম্বরে তাঁরা বিয়ে করেন।
এটি আরবাজ এবং শুরা দুজনেরই দ্বিতীয় বিয়ে। এর আগে, ১৯৯৮ সালে আরবাজ খান অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে বিয়ে করেন এবং ২০১৭ সালে তাঁদের ১৮ বছরের দাম্পত্যের ইতি ঘটে। সেই সংসারে তাঁদের আরহান খান নামে এক পুত্র রয়েছে।
গত জুন মাসেই, এক সাক্ষাৎকারে আরবাজ খান তাঁর বাবা হওয়ার খবরটি নিশ্চিত করে বলেছিলেন, “আমার পরিবারের সবাই খুব খুশি। আমরা নতুন সদস্যকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।” অবশেষে, তাঁদের সেই অপেক্ষার অবসান ঘটল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0