এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: দেশের বেশ কয়েকজন অভিনেত্রীর নাম জড়িয়েছে অনলাইন জুয়া কাণ্ডের সঙ্গে। অপু বিশ্বাসও ছিলেন এ তালিকায়। নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপের প্রচারণায় দেখা গিয়েছিল তার ছবি ও ভিডিও। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে মুখ খুললেন অপু।
অনলাইন জুয়ার প্রমোশনে আপনার নামটাও উঠে আসে। আপনি কি এ বিষয়ে বিশ্লেষণ করবেন? উপস্থাপিকার এরকম প্রশ্নের মুখে অপু বলেন, ‘আমি অনলাইন জুয়ার সঙ্গে ছিলাম না। তবে অনেকে আছেন। আমার মনে হয় একেক জন আর্টিস্টের রেজিস্ট্রেশন ফর্ম তার ফেসবুক। আমি যেহেতু ফেসবুকে এটা নিয়ে পোস্ট দিইনি সুতরাং ওখানে আমার ওইরকম কিছু ছিল না।’
উপস্থাপিকা বলেন, ‘কিন্তু আপনার ছবি-ভিডিও তো অনেক জায়গায় দেখা গেছে বলে আমরা শুনেছি। অপুর কথায়, হ্যাঁ, অবশ্যই। আমার ছবি-ভিডিও ছিল। কিন্তু পরে দেখবেন আমাকে যে ব্র্যান্ডের সঙ্গে তুলনা করা হয়েছিল সেখানে অনেক আর্টিস্ট এসেছেন।’
এরপর উপস্থাপিকা জানতে চান অপু কখনও জুয়ার অ্যাপের সঙ্গে ছিলেন কি না। অপু ‘না’ করতেই উপস্থাপিকার প্রশ্ন, তবে কি ওটা এআই ছিল? জবাবে বিশ্বাস বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছিল আমি একটা শুভকামনা জানাব। কিন্তু শুভকামনাটা অন্যভাবে ব্যবহার করা হয়েছিল। পরে আমি কিছু পদক্ষেপ নিয়েছিলাম। আমার মনে হয় তারা আমার সরলতার অপব্যবহার করা হয়েছিল।’
অপু বিশ্বাসকে সবশেষ দেখা যায় ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন নিরব। সরকারি অনুদানের ছবি ছিল ‘ছায়াবৃক্ষ’। পরিচালক বন্ধন বিশ্বাস। এতে অপু-নিরব ছাড়াও অভিনয় করেন কাজী নওশাবা আহমেদ, সুমিত সেনগুপ্ত, মাহমুদুল ইসলাম, বড়দা মিঠু, শতাব্দী ওয়াদুদ, সুস্মি রহমান, ইকবাল আহমেদ প্রমুখ।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0