বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

গুণীজন সংবর্ধনায় সম্মানিত হলেন অপু বিশ্বাস

মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন সামিরা ইসলাম রুনা, জান্নাতুল অনন্য অপ্সরা এবং শরীফ সিরাজ।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ঢাকাই চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা পেলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশের একটি অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলাদেশ মেইল২৪.নিউজ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশ মেইল২৪.নিউজ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী, প্রতিনিধি সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই আয়োজনে কেক কাটা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নিউজ পোর্টালটির প্রতিনিধি, সাংবাদিক এবং বিনোদন জগতের অনেক তারকা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেইল২৪.নিউজ-এর সম্পাদক এম এ রাশেদ তালুকদারের সভাপতিত্বে এবং প্রধান সম্পাদক ও প্রকাশক এ বি জিয়াউদ্দিন হোসেনের উপস্থিতিতে এই সম্মাননা প্রদান করা হয়।

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য অপু বিশ্বাসকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ ছাড়াও, মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন সামিরা ইসলাম রুনা, জান্নাতুল অনন্য অপ্সরা এবং শরীফ সিরাজ।

দুই দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে অপু বিশ্বাস অসংখ্য সফল সিনেমা উপহার দিয়েছেন। তাঁর এই দীর্ঘ পথচলা এবং চলচ্চিত্র শিল্পের প্রতি তাঁর অবদানকেই সম্মান জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0