এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: তাঁদের সম্পর্কের শুরুটা হয়েছিল বন্ধুত্ব দিয়ে, যা পরে পরিণত হয় গভীর ভালোবাসায়। পায়ে পায়ে সেই পথ চলার ৪০ বছর পূর্ণ করলেন বলিউডের বর্ষীয়ান এবং জনপ্রিয় তারকা দম্পতি অনুপম খের ও কিরণ খের। ১৯৮৫ সালের ২৬ আগস্ট তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ৪০তম বিবাহবার্ষিকীর এই বিশেষ দিনে, তাঁরা দুজনেই সামাজিক মাধ্যমে একে অপরের উদ্দেশে লিখেছেন খোলা চিঠি, যা তাঁদের দীর্ঘ এবং সুন্দর সম্পর্কের এক প্রতিচ্ছবি।
দু’জনের একটি মিষ্টি ছবি পোস্ট করে কিরণ খের তাঁর স্বামী অনুপম খেরকে উদ্দেশ করে লেখেন, “প্রিয় বন্ধু ও জীবনসঙ্গী, এত সুন্দর একটা জীবন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমার জীবনের সেরা সময়টা তোমার সঙ্গে কাটানো। হাসি-মজায় জীবন পার করলাম আমরা। ঈশ্বর সবসময় তোমাকে ভালো রাখুন। শুভ বিবাহবার্ষিকী।”
অন্যদিকে, অনুপম খের নিজেও একটি আবেগঘন পোস্টে তাঁদের দীর্ঘ যাত্রার কথা স্মরণ করেন। তিনি লেখেন, “প্রিয় কিরণ, শুভ ৪০তম বিবাহবার্ষিকী। ১০ বছরের বন্ধুত্ব ও ৪০ বছরের দাম্পত্য। আমরা অনেক চরাই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছি জীবনে। কিন্তু এতগুলো বছর ভালোবাসায় ভেসে বেঁচে গিয়েছি দু’জনে।”
তাঁদের এই পোস্টে ভক্ত এবং সহকর্মীরা শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন অনুরাগী লিখেছেন, “শুভ বিবাহবার্ষিকী আমার সবচেয়ে প্রিয় দম্পতি।”
অনুপম খের এবং কিরণ খেরের এই দীর্ঘ ৫০ বছরের (১০ বছরের বন্ধুত্ব + ৪০ বছরের দাম্পত্য) পথচলা বলিউডের অন্যতম সেরা এবং অনুপ্রেরণাদায়ী সম্পর্কের উদাহরণ হিসেবেই বিবেচিত হয়।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0