বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

ভারতীয় বিনোদনে আরও এক নক্ষত্রের পতন

চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অভিনেতা এবং প্রযোজক হিসেবে নিজের এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেন। তিনি ২১টিরও বেশি পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন। হিন্দিতে ‘স্বামী’ এবং ‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: ভারতীয় বিনোদন জগতে আরও এক নক্ষত্র পতন। প্রয়াত হলেন প্রখ্যাত প্রযোজক ও বর্ষীয়ান অভিনেতা ধীরজ কুমার। আজ মঙ্গলবার (১৫ জুলাই) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে নিউমোনিয়ায় ভোগার পর, সোমবার আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁর পরিবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এক বর্ণাঢ্য জীবনের সূচনা: ধীরজ কুমারের ক্যারিয়ারের শুরুটাই ছিল তারকাখচিত। ১৯৬৫ সালে বিনোদন জগতে তাঁর পদার্পণ ঘটে একটি ট্যালেন্ট কনটেস্টের মাধ্যমে। সেই প্রতিযোগিতায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সুভাষ ঘাই ও বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার মতো ভবিষ্যৎ কিংবদন্তিদের সঙ্গে এবং সেখানে তিনি নজর কাড়তে সক্ষম হন।

বহুমুখী প্রতিভার অধিকারী: সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। চার দশকের বেশি সময়ের ক্যারিয়ারে তিনি অভিনেতা এবং প্রযোজক হিসেবে নিজের এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেন। তিনি ২১টিরও বেশি পাঞ্জাবি চলচ্চিত্রে অভিনয় করেছেন। হিন্দিতে ‘স্বামী’ এবং ‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’-এর মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে।

তবে তাঁর সবচেয়ে বড় অবদান হয়তো ভারতীয় টেলিভিশনে। তাঁর প্রযোজনা সংস্থা ‘ক্রিয়েটিভ আই’-এর ব্যানারে তিনি ভারতীয় দর্শকদের উপহার দিয়েছেন বহু জনপ্রিয় ধারাবাহিক, যা তাঁকে টেলিভিশনের অন্যতম এক অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠা করে।

শেষ স্মৃতি: সম্প্রতি তাঁকে মুম্বাইয়ের একটি মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে হাসিমুখে দেখা গিয়েছিল। সেখানে তিনি মঞ্চে উঠে বক্তব্যও রেখেছিলেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে বিনোদন জগতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশনের পথপ্রদর্শক—এই বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পীর প্রয়াণে ভারতীয় ইন্ডাস্ট্রি এক অভিভাবককে হারাল।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0