এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: রাজধানীর উত্তরার একটি কাপড়ের দোকানের ট্রায়াল রুমে গোপনে সিসিটিভি ক্যামেরা বসিয়ে নারীদের ব্যক্তিগত মুহূর্ত ধারণ করার মতো এক ভয়াবহ এবং জঘন্য ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। গতকাল, সোমবার (২৫ আগস্ট) রাতে উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল ইউনিট-২ এর বিপরীতে অবস্থিত একটি শোরুমে এই ঘটনাটি ঘটে। অভিনেতা জানিয়েছেন, এই ঘটনার ভুক্তভোগী তাঁরই এক পরিচিতজন।
সোমবার রাতে ইরফান সাজ্জাদ তাঁর ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে লেখেন, “খুব জঘন্য একটা ঘটনার সাক্ষী হলাম। আজ (সোমবার) উত্তরার... একটা কাপড়ের শোরুমে ট্রায়াল রুমে সিসিটিভি ক্যামেরায় গোপনে মেয়েদের আপত্তিকর ভিডিও ধারণ করা হতো।”
তিনি জানান, ভুক্তভোগী নারীটি সাহসিকতার সঙ্গে ট্রায়াল রুমে ক্যামেরার অস্তিত্ব টের পান এবং সঙ্গে সঙ্গে দোকানদারকে চার্জ করেন। তখন দোকানদার তাঁদেরকে শোরগোল করতে নিষেধ করে এবং দোকানে আটকে ফেলার চেষ্টা করে।
ইরফান সাজ্জাদ আরও লেখেন, “তাঁদের চিৎকারে আশেপাশের কিছু মানুষ সাহায্য করতে এগিয়ে আসলে দোকানের কয়েকজন কর্মচারী পালিয়ে যায়।” ভুক্তভোগীর মতে, বিল্ডিংয়ের লোকেরাই নাকি কর্মচারীদের পালিয়ে যেতে সাহায্য করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং অভিযুক্ত লোকটির মোবাইল ফোন চেক করে অসংখ্য আপত্তিকর ভিডিও খুঁজে পায়।
এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ইরফান সাজ্জাদ সবাইকে সতর্ক করে বলেন, “লোকটি দেখতে দাড়িওয়ালা ভদ্রলোক টাইপের! সাবধান থাকবেন আপনারা। চারপাশে সব ভদ্রবেশী নরপিশাচ!”
এই ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই শপিং মলের ট্রায়াল রুমের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0