এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: প্রায় তিন বছরের দীর্ঘ পরিশ্রম এবং ২৫০ কোটি রুপি ব্যয়ে অবশেষে সম্পূর্ণ হয়েছে বলিউড তারকা দম্পতি রণবীর কাপুর এবং আলিয়া ভাটের স্বপ্নের বাংলো। কিন্তু সেই আনন্দ উদযাপনের আগেই, বাড়ির একটি ভিডিও অনলাইনে ফাঁস হয়ে যাওয়ায় তীব্র ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। তিনি এই ঘটনাকে “ব্যক্তিগত গোপনীয়তার স্পষ্ট লঙ্ঘন” বলে অভিহিত করেছেন এবং ভিডিওটি আর শেয়ার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।
সম্প্রতি আলিয়া ও রণবীরের পালি হিলের বিলাসবহুল ছয়তলা বাংলোর একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাজ কাপুরের পুরনো ‘কৃষ্ণরাজ’ সম্পত্তির উপর নির্মিত এই প্রাসাদসম বাড়ির ভেতরের এবং বাইরের দৃশ্য সেই ভিডিওতে দেখা যায়।
এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে আলিয়া ভাট তাঁর সামাজিক মাধ্যমে লেখেন, “আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ ও নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।”
তিনি আরও অনুরোধ করে বলেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন, তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন।
আলিয়ার এই পোস্টে অনেক অনুরাগীই তাঁর পাশে দাঁড়িয়েছেন এবং পাপারাজ্জিদের এমন কাজের তীব্র নিন্দা করেছেন। একজন লিখেছেন, “এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন।” তবে, অন্য আরেকজন মন্তব্য করেছেন, “সব দোষ পাপারাজ্জিদের নয়, হয়তো মিডিয়াকে আগভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে।”
সব মিলিয়ে, স্বপ্নের বাড়ি তৈরির আনন্দ এক অনাকাঙ্ক্ষিত বিতর্কের কারণে অনেকটাই ম্লান হয়ে গেছে। এই ঘটনা আরও একবার তারকাদের ব্যক্তিগত জীবন এবং মিডিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিল।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0