এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তাঁর। প্রথম ছবিতেই তিনি দর্শক এবং সমালোচকদের মন জয় করে নিয়েছেন। তিনি চাঙ্কি পান্ডের ভাইপো, আহান পান্ডে। কিন্তু সম্প্রতি তিনি তাঁর নাম নিয়েই এক চমকপ্রদ তথ্য দিয়েছেন। আহান জানিয়েছেন, দর্শকরা তাঁকে যে নামে চেনেন, সেটি তাঁর আসল নাম নয়!
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে আহান পান্ডে বলেন, “আমার আসল নাম যশ। আমার এই নাম ও প্রথম ছবির প্রযোজনা সংস্থার নাম মিলেমিশে গেছে।”
তাঁর এই কথায় এক মজার কাকতালীয় বিষয় উঠে এসেছে। আহানের আসল নাম ‘যশ’ এবং তাঁর অভিষেকও হয়েছে ভারতের অন্যতম সেরা প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর হাত ধরে। তিনি আরও জানান, যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করাটা তাঁর কাছে এক স্বপ্নপূরণের মতো।
‘সাইয়ারা’ সিনেমাটি আহান পান্ডের জীবন ও ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। রোমান্টিক-ড্রামা ঘরানার এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছে এবং আহান রাতারাতি তারকাখ্যাতি অর্জন করেছেন।
সব মিলিয়ে, আহান ওরফে যশ পান্ডে যে বলিউডে লম্বা দৌড়ের জন্যই এসেছেন, তা প্রথম ছবিতেই স্পষ্ট। এখন দেখার বিষয়, তিনি আগামী দিনে দর্শকদের আর কী কী চমক দেন।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0