বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

‘কাজলরেখা’র পর আবারও একসঙ্গে রাজ-মন্দিরা

‘কাজলরেখা’র মাধ্যমে বড় পর্দায় মন্দিরা চক্রবর্তীর অভিষেক প্রশংসিত হলেও, তাঁর প্রথম দুটি সিনেমা—‘কাজলরেখা’ ও ‘নীল চক্র’—বক্স অফিসে সেভাবে দর্শকপ্রিয়তা পায়নি। তাই তাঁর তৃতীয় সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’ ক্যারিয়ারের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায় তাঁদের জুটির রসায়ন দর্শক মহলে প্রশংসিত হয়েছিল। এবার সেই জুটি, শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী, আবারও এক হচ্ছেন বড় পর্দায়। পরিচালক মিঠু খানের নতুন সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’-তে দেখা যাবে তাঁদের। সম্প্রতি এই নতুন সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে।

এই কোরবানির ঈদে শরিফুল রাজ অভিনীত ‘ইনসাফ’ এবং মন্দিরা চক্রবর্তী অভিনীত ‘নীল চক্র’ মুক্তি পেলেও, এবার তাঁরা একসঙ্গে ফিরছেন মফস্বল শহরের এক প্রেমের গল্প নিয়ে।

‘প্রতিদ্বন্দ্বী’র পেছনের কথা: ‘নীল চক্র’-এর পর এটি পরিচালক মিঠু খানের নতুন সিনেমা। তিনি জানিয়েছেন, প্রযোজকের সঙ্গে ছবিটি নিয়ে তাঁর আলোচনা চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে তিনি চিত্রনাট্য গোছানোর কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে, এ বছরের শেষ দিকে সুনামগঞ্জ ও ঢাকায় ছবিটির শুটিং শুরু হবে। ছবিতে শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী ছাড়াও ফজলুর রহমান বাবু এর মতো শক্তিশালী অভিনয়শিল্পীদেরকেও দেখা যেতে পারে। নির্মাতারা আপাতত আগামী বছরের ঈদুল আজহাকে মাথায় রেখে সিনেমাটির মুক্তির পরিকল্পনা করছেন।

মন্দিরার জন্য গুরুত্বপূর্ণ এই সিনেমা: ‘কাজলরেখা’র মাধ্যমে বড় পর্দায় মন্দিরা চক্রবর্তীর অভিষেক প্রশংসিত হলেও, তাঁর প্রথম দুটি সিনেমা—‘কাজলরেখা’ ও ‘নীল চক্র’—বক্স অফিসে সেভাবে দর্শকপ্রিয়তা পায়নি। তাই তাঁর তৃতীয় সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’ ক্যারিয়ারের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।

এই বিষয়ে মন্দিরা নিজেও বেশ আশাবাদী। তিনি বলেন, “প্রথম দুই ছবির চেয়ে তৃতীয় ছবিটা আরও ভালো কিছু হতে যাচ্ছে। আমি বরাবরই গল্পকে প্রাধান্য দিতে পছন্দ করি। আমার মনে হয়, দিনশেষে গল্পটাই ম্যাটার করে। একটা মানুষ এত টাকা দিয়ে ছবি দেখতে যাবে, দুই ঘণ্টা সময় ব্যয় করবে, মানসম্মত জিনিস যদি না দেখে, তাহলে ওরকম কাজ না করাই ভালো।”

সব মিলিয়ে, একটি পরীক্ষিত জুটি এবং ভিন্নধর্মী গল্পের মিশেলে ‘প্রতিদ্বন্দ্বী’ সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এখন দেখার অপেক্ষা, এই সিনেমাটি মন্দিরা চক্রবর্তীর ভাগ্যের চাকা ঘোরাতে পারে কি না।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0