বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

মানসিক ভারসাম্যহীন অবস্থায় রাস্তা থেকে উদ্ধার অভিনেত্রী সৌমী

সৌমীর পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: পর্দায় যিনি ছিলেন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘তুমি আশেপাশে থাকলে’-এর পরিচিত মুখ ‘অনামিকা’, তাঁকেই আজ রাস্তায় দেখে ভিক্ষুক বলে ভুল করল সাধারণ মানুষ। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে পশ্চিমবঙ্গের বর্ধমান-আরামবাগ রোডের একটি বাসস্ট্যান্ডের কাছ থেকে জনপ্রিয় অভিনেত্রী সৌমী ধর চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় টালিউড অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

যেভাবে উদ্ধার করা হলো: স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে এলোমেলো চুল আর ময়লা পোশাকে এক নারীকে বাসস্ট্যান্ডের আশেপাশে অস্বাভাবিকভাবে ঘুরতে দেখেন তাঁরা। হঠাৎ বৃষ্টি নামলে তিনি বাসস্ট্যান্ডে আশ্রয় নেন। তখন তাঁকে দেখে সবাই ভিক্ষুক মনে করেন। কিন্তু তাঁর সঙ্গে কথা বলতে গিয়েই ভুল ভাঙে। তিনি কিছু প্রশ্নের উত্তর ইংরেজিতে দিচ্ছিলেন।

যদিও তিনি সব প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না এবং তাঁর কথাবার্তা ছিল অসংলগ্ন, তবুও তাঁর আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা যখন তাঁর পরিচয় জানতে চান, তখন তিনি উত্তর দেন, “আমার নাম সৌমী ধর চৌধুরী। আমি বাংলা সিলিয়ালে অভিনয় করি।”

তাঁর কথা শুনেই অনেকেই ইন্টারনেটে তাঁর নাম লিখে সার্চ দেন এবং নিশ্চিত হন যে, তিনি সত্যিই একজন অভিনেত্রী।

এখন হোমে, শুরু হবে চিকিৎসা: সৌমীর পরিচয় নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে বর্ধমানের একটি হোমে পাঠায়। আপাতত সেখানেই রয়েছেন তিনি এবং খুব দ্রুত তাঁর উন্নত চিকিৎসা শুরু হবে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত সৌমী ধর চৌধুরী। একাধিক সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয়ের পাশাপাশি মঞ্চেও তিনি নিয়মিত ছিলেন। চলতি বছরের জানুয়ারি মাসেও তাঁকে একটি নাটকের সঙ্গে যুক্ত হতে দেখা গিয়েছিল। এমন একজন সক্রিয় শিল্পীর এই করুণ পরিণতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, খ্যাতির আলোর নিচেও কতটা অন্ধকার থাকতে পারে এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া কতটা জরুরি।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0