বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

১৪ কেজি সোনাসহ গ্রেপ্তার অভিনেত্রী রানিয়া রাও,১০২ কোটি রুপি জরিমানা

বর্তমানে রানিয়াসহ চারজনই পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: সোনা পাচারের এক বিশাল চক্রে জড়িত থাকার অভিযোগে দক্ষিণী সিনেমার অভিনেত্রী রানিয়া রাওকে ১০২ কোটি টাকা জরিমানা করেছে ভারতের ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। গত ৩ মার্চ দুবাই থেকে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪.২ কেজি সোনা নিয়ে প্রবেশের সময় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। এই ঘটনায় অভিনেত্রীর সৎ বাবা একজন উচ্চপদস্থ (ডিজিপি পদমর্যাদার) পুলিশ কর্মকর্তা হওয়ায়, কর্ণাটকের চলচ্চিত্র এবং ব্যবসায়ী মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

তদন্তকারীদের অভিযোগ, রানিয়া রাও এই সোনা পাচার অভিযানের প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। গত ৩ মার্চ বিমানবন্দরে তাঁকে গ্রেপ্তার করার পর, এই চক্রের আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন— ব্যবসায়ী তরুণ কোন্ডারাজু (যিনি পরিবহনের দায়িত্বে ছিলেন) এবং গয়না ব্যবসায়ী সাহিল সাখারিয়া জৈন ও ভরত কুমার জৈন (যাঁরা সোনা বিক্রি এবং হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন)।

বর্তমানে রানিয়াসহ চারজনই পারাপ্পানা অগ্রহারা কেন্দ্রীয় কারাগারে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।

ডিআরআই অভিযুক্তদের বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন এবং দ্য কনজারভেশন অফ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড প্রিভেনশন অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস অ্যাক্টের (সিওএফইপিওএসএ) মতো কঠোর আইনে নোটিস পাঠিয়েছে।

এক গ্ল্যামারাস অভিনেত্রীর এমন এক বিশাল সোনা পাচার কাণ্ডে মূল হোতা হিসেবে নাম জড়ানোয়, ঘটনাটি এখন ভারতের অন্যতম চর্চিত বিষয়ে পরিণত হয়েছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0