বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

৮০তম জন্মদিনের আগেই চলে গেলেন অভিনেত্রী লনি অ্যান্ডারসন

‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। ওহাইওর এক লোকসানি রক মিউজিক রেডিও স্টেশনকে ঘিরে তৈরি এই সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন লনি অ্যান্ডারসন।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: আশির দশকের জনপ্রিয় মার্কিন কমেডি সিরিজ ‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’-তে রিসেপশনিস্ট জেনিফার মার্লোর চরিত্রে অভিনয় করে যিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন, সেই কিংবদন্তি অভিনেত্রী লনি অ্যান্ডারসন আর নেই। রবিবার (৩ আগস্ট) লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিনের অসুস্থতার পর তাঁর এই জীবনাবসান ঘটল। সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো, আগামীকাল ৫ আগস্ট তাঁর ৮০তম জন্মদিন ছিল।

‘ডব্লিউকেআরপি ইন সিনসিনাটি’ সিরিজটি ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। ওহাইওর এক লোকসানি রক মিউজিক রেডিও স্টেশনকে ঘিরে তৈরি এই সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন লনি অ্যান্ডারসন। সেই স্টেশনের স্মার্ট, সুন্দরী এবং স্বর্ণকেশী রিসেপশনিস্ট ‘জেনিফার মার্লো’র চরিত্রে তাঁর অনবদ্য অভিনয় দর্শকের মনে স্থায়ীভাবে জায়গা করে নিয়েছিল। এই একটি চরিত্রের জন্যই তিনি দুটি এমি অ্যাওয়ার্ড এবং তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

তাঁর দীর্ঘদিনের মুখপাত্র শেরিল জে কাগান এবিসি নিউজকে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। অভিনেত্রীর পরিবার এক বিবৃতিতে জানিয়েছে, “তাঁর যাওয়ার খবরে আমরা গভীরভাবে শোকাহত। এ কঠিন সময়ে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করবেন।”

লনি অ্যান্ডারসনের প্রয়াণে আমেরিকার টেলিভিশন জগতে এক স্বর্ণযুগের অবসান ঘটল। তাঁর অভিনীত ‘জেনিফার মার্লো’ চরিত্রটি কমেডি সিরিজের ইতিহাসে এক অবিস্মরণীয় আইকন হয়ে থাকবে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0