হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের তিন নম্বর কূপ থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিট থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।
গত বৃহস্পতিবার আদালত এ শোকজ ইস্যু করেন। আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) শোকজ জারি হতে পারে বলে জানান এ আইনজীবী।
সিলেটে ১১ কেভি ফিডারের বিতরণ লাইন ও ট্রান্সফরমারের জরুরি মেরামত এবং সংরক্ষণকাজের জন্য বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, এছাড়াও বন্ধ রয়েছে বাবুলের ব্যবহৃত মুঠোফোন।
আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এলাকার কয়েকজন জানান, নিহত লিটনের সঙ্গে অনেকের বিরোধ ছিল। তিনি এলাকায় চুরিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
রোববার (৭ সেপ্টেম্বর) রাতে মাওলানা মুশতাকের স্ত্রী রুবি বেগম বাদী হয়ে দিরাই থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সিলেট শহর থেকে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে।
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এসজিএফএল-এর অধীনে বর্তমানে আরও বেশ কয়েকটি কূপ খনন এবং ওয়ার্কওভারের কাজ চলমান রয়েছে।
এ সময় পরিচালিত ভ্যাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ জাল দিয়ে মাছ আহরণের অভিযোগে ৫ জেলেকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির উপস্থিতিতে কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পর মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়।
নিহত সাব্বির হোসেন রাধাপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছেন তাদের ক্ষেত্রে আইনানুগ যেসব ব্যবস্থা নেওয়ার কথা, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। আমরা নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ।
পুলিশের নিয়ম মেনে শাস্তি দেওয়ার পর তারা অনুমতি চেয়ে অনুমতি পেয়েছে। এখানে আইনের কোন ব্যত্যয় হয়নি, কিন্তু এটাকে কিছু মহল ভাইরাল করার চেষ্টা করছে।