মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

ধানক্ষেত থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

এলাকার কয়েকজন জানান, নিহত লিটনের সঙ্গে অনেকের বিরোধ ছিল। তিনি এলাকায় চুরিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

সিলেট: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মসজিদের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মসজিদের পাশে লিটন মিয়ার জবাই করা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এলাকার কয়েকজন জানান, নিহত লিটনের সঙ্গে অনেকের বিরোধ ছিল। তিনি এলাকায় চুরিসহ নানা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘ঘটনাটি শুনে সরেজমিনে এসে দেখেছি। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে এ বিষয়ে জানা যায়নি।’

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0