জেলা প্রতিনিধি
সিলেট: সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীর হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহতের পরিবার এজন্য ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অভিযোগ আনলেও সংগঠনটি তা অস্বীকার করেছে।
মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) রাতে ১০টার দিকে নগরের লাক্কাতুরা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান।
আহত রাহাত হোসেন (২৪) নগরের বনকলাপাড়া এলাকার ফারুক হোসেনের ছেলে। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত রাহাতের বাবা ফারুক হোসেন বলেন, আমার ছেলের এক বন্ধুর বাবা মারা যায়, সে তার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। তখন কয়েকজন হেমলেটধারী এসে রাহাতের হাত-পায়ে কোপাতে থাকে। কুপিয়ে হাত-পায়ের রগ ও পায়ের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। বাম হাতের দুটি আঙুল কোপ দিয়ে আলাদা করা হয়েছে। তার সারা শরীরে আঘাত করা হয়েছে। সন্ধ্যার দিকে হাসপাতালে তার অপারেশন হয়েছে।
রাহাত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন জানিয়ে তার বাবা দাবি করেন, প্রায় আট-নয় মাস আগে পাড়ার ভেতরে জামায়াত-শিবিরের লোকজনের সঙ্গে রাহাতের ঝামেলা হয়েছিল। পরে সেটি পাড়ার মুরব্বীরা বসে মীমাংসা করে দিয়েছিলেন। পূর্বশত্রুতার জেরে তারা এ হামলা করেছে। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন।
আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, লাক্কাতুরা চা-বাগান এলাকায় অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি রাহাতের ওপর হামলা চালিয়ে দুই পায়ে-হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। কারা এ হামলা চালিয়েছে পুলিশ এই বিষয়ে তথ্য সংগ্রহ করছে। তার পরিবারের সদস্যরা লিখিত অভিযোগ দিলে আমরা আইনি ব্যবস্থা নেব। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পুলিশের কাছে দেওয়া হয়নি।
তবে এই অভিযোগ অস্বীকার করে ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদ গণমাধ্যমকে বলেন, ‘এ ধরনের ঘটনা আমার জানা নেই। আমি খবর নিয়েছি- আমাদের কোনো ভাই এ বিষয়ে সম্পৃক্ত নন। এ ধরনের ঘটনা শিবির কখনো করে না, এর আগেও আপনারা দেখেছেন। পরবর্তীতে আমাদের উপর দোষ চাপানো হয়। এগুলো ভিত্তিহীন। এটি মিথ্যা অভিযোগ।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0