বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: আসন্ন দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন ২২ বিশিষ্ট নাগরিক। বুধবার এক যৌথ বিবৃতি দিয়ে এ মন্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানান তারা। ক্ষুব্ধ নাগরিক সমাজের পক্ষে এ বিবৃতি দেওয়া হয়।
নাগরিক সমাজের বিবৃতিতে বলা হয়, সম্প্রতি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘এবার দুর্গাপূজা নিয়ে মদ-গাঁজার আসর বসানো যাবে না।’ তার এ বক্তব্য কেবল একটি সুপ্রাচীন, সর্বজনীন ধর্মীয় উৎসবের ভাবগাম্ভীর্য ও পবিত্রতাকে ক্ষুণ্ণ করেনি; বরং শিশু, নতুন প্রজন্ম ও ভিন্ন ধর্মাবলম্বীদের কাছে দুর্গাপূজাকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত করে এক বৈষম্যমূলক ও বিভ্রান্তিকর বার্তা দিয়েছে। এটি সনাতন হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি বাংলাদেশের দীর্ঘকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকেও প্রশ্নবিদ্ধ করেছে।
বিবৃতিদাতারা বলেছেন, দুর্গোৎসব সনাতন হিন্দুদের ধর্মীয় পূজা হলেও বাস্তবে এটি সমাজের সব ধর্ম-বর্ণ-পেশার মানুষের মিলনমেলা এবং অসাম্প্রদায়িক সংস্কৃতির অনন্য উদাহরণ। এই পূজাকে ‘মদ-গাঁজা’ দিয়ে কলঙ্কিত করে মিথ্যা বানোয়াট উসকানিমূলক তথ্য ছড়িয়ে কোনো উগ্র সাম্প্রদায়িকতার বিশৃঙ্খলা তৈরি করা যাবে না।
বিবৃতিতে বলা হয়, দুর্গাপূজাসহ হিন্দু এবং দেশের জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুর পূজা, অনুষ্ঠান, উৎসব ও ধর্মস্থলে নানা সময়ে হামলা, আক্রমণ, ভাঙচুর, নিপীড়ন, লুটপাট ও অগ্নিসংযোগের মতো সাম্প্রদায়িক সন্ত্রাস ঘটেছে। মুক্তিযুদ্ধ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে দেশের হিন্দুসহ সব জনগণের অবদান ও হিস্যা আছে। কোনোরকম উসকানি বা মব সন্ত্রাসকে জায়েজ করে ধর্মসহ হিন্দুদের সামগ্রিক জীবনের ওপর কোনো বৈষম্য, নিপীড়ন, বর্ণবাদ এবং অপমান দেশের সংবিধান, আইন ও জনসংস্কৃতিবিরোধী।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের পরও দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং ভিন্ন মতাবলম্বীদের বিশ্বাস, চর্চা, স্থাপনা, প্রার্থনাস্থল, ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা হয়েছে। এমনকি মদ ও গাঁজার প্রমাণহীন অজুহাত তুলে দেশজুড়ে বহু মাজার ও স্থাপনায় হামলা চালানো হয়েছে। কবর থেকে লাশ তুলে নুরাল পাগলার লাশ পর্যন্ত পোড়ানো হয়েছে। বিচারহীন এসব ঘটনায় উগ্রবাদী উসকানিমূলক শক্তির প্রভাব স্পষ্ট। রাষ্ট্রের অত্যন্ত দায়িত্বশীল অবস্থানে থেকেও একজন স্বরাষ্ট্র উপদেষ্টা এমন বর্ণবাদী উসকানিমূলক বক্তব্য উগ্রবাদী শক্তিকে আরও বেশি মব সন্ত্রাসে উৎসাহিত করতে পারে। এ ধরনের দায়িত্বহীন আচরণ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
বিবৃতিতে অবিলম্বে সাম্প্রদায়িক ও উসকানিমূলক বক্তব্যের কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তার বক্তব্য প্রত্যাহারের দাবি করা হয়। এ ছাড়া রাষ্ট্রীয় পদে থাকা অবস্থায় কেউ যেন ভবিষ্যতে কোনো ধর্মীয় বা সামাজিক উৎসব নিয়ে অপমানজনক বা বিভ্রান্তিকর মন্তব্য করতে না পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও দাবি জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল, আইন ও সালিস কেন্দ্রের চেয়ারপারসন জেড আই খান পান্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী, তবারক হোসেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফিরদৌস আজীম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস প্রমুখ।
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0