জেলা প্রতিনিধি
হবিগঞ্জ: দেশের জ্বালানি খাতে নতুন একটি সাফল্যের গল্প যুক্ত হলো। হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাস ফিল্ডের তিন নম্বর কূপ থেকে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিট থেকে জাতীয় গ্রিডে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ সংস্কারের পর এই নতুন স্তরের গ্যাসের সন্ধানকে সংশ্লিষ্টরা বড় অর্জন হিসেবে দেখছেন।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের উপমহাব্যবস্থাপক (অপারেশন) সুমন বিকাশ দাশ বলেন, “বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে জাতীয় গ্রিডে দৈনিক মোট ৮০ লাখ ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।”
তিন নম্বর কূপে পানি ও বালুপ্রবাহ বেড়ে যাওয়ায় গত জুলাইয়ে পুনরায় সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাপেক্সের তত্ত্বাবধানে প্রায় ৭৩ কোটি টাকা ব্যয়ে ১২ জুলাই থেকে যৌথভাবে সংস্কার কাজ শুরু হয়। অবশেষে ৫ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক জানান, “কূপটিতে পর্যাপ্ত রিজার্ভ রয়েছে। আগামী ১০ বছরে এখান থেকে প্রায় ২৫ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব হবে, যার বাজারমূল্য প্রায় ৪ হাজার ৭শ কোটি টাকা।”
একই বিষয়ে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ফজলুল হক বলেন, “কূপে যথেষ্ট চাপ বিদ্যমান, যা নিশ্চিত করছে আগামী এক দশক পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0