জেলা প্রতিনিধি
বরগুনা: বরগুনার আমতলী উপজেলার ন ম ম আমজাদিয়া আলিম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অতিথিদের জন্য রান্না করা খাবার খেয়ে ফেলেন এবং বাকি খাবার নষ্ট করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
গত বৃহস্পতিবার দুপুরে কালিবাড়ী ন ম ম আমজাদিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন গুলিশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী, সাধারণ সম্পাদক রিপন কাজী এবং তাদের অনুসারীরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হোসেন জানান, ৪ সেপ্টেম্বর নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয় এবং প্রথম সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। ওই উপলক্ষে ৫০ জন অতিথির জন্য দুপুরে খাবারের আয়োজন করা হয়েছিল। কিন্তু ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাদের আমন্ত্রণ না দেওয়ায় তারা ক্ষুব্ধ হন। পরে প্রায় ৩০-৩৫ জন নেতাকর্মী এসে দাওয়াত না দেওয়ার কারণ জানতে চান, শিক্ষকদের সঙ্গে অশালীন আচরণ করেন এবং অতিথিদের খাবার খেয়ে ফেলেন। এরপর অবশিষ্ট খাবারে টিস্যু, উচ্ছিষ্ট ও নোংরা পানি ফেলে নষ্ট করে দেন এবং শিক্ষক-কর্মচারী ও অতিথিদের হুমকি দিয়ে চলে যান।
ঘটনার পর রিপন কাজী তার ফেসবুক আইডিতে কয়েকটি ছবি পোস্ট করে লেখেন, ‘ন ম ম আমজাদিয়া আলিম মাদ্রাসায় পিকনিকের কিছু স্মৃতি।’ এরপর বিষয়টি ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব কাজী এ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মাদ্রাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান করা হয়েছে। আমাদের দাওয়াত দেওয়া হয়নি। তাই খাবার খেয়েছি, তবে খাবার নষ্ট করিনি।’
আমতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মৃধা বলেন, এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা বিএনপির সদস্যসচিব তুহিন মৃধা একে ‘অত্যন্ত গর্হিত কাজ’ আখ্যা দিয়ে বলেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, ‘এ বিষয়ে কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0