সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

একাধিক জন্মসনদের কারনে এনআইডি সংশোধন নিয়ে বিপাকে ইসি

সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ফাইল ছবি | বাংলাফ্লো

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: অনেকেই একাধিক জন্মসনদ গ্রহণ করায় তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন নিয়ে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন (ইসি)। এজন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

কর্মকর্তরা বলছেন, এনআইডি সংশোধনের ক্ষেত্রে জন্মসনদ চাওয়া হয়। কিন্তু অনেকের জন্মসনদ যাচাই করতে গিয়ে একাধিক সনদ পাওয়া যায়। ফলে সিদ্ধান্ত নেওয়া যায় না। বৈঠকে এমন আলোচনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামত ছাড়া ওই ধরনের আবেদনগুলো নিষ্পত্তি না করার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, যাদের একাধিক জন্মসনদ পাওয়া যাবে, তাদের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। এক্ষেত্রে তারা যে জবাব দেবে তার ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের এনআইডি সংশোধন করা হবে।

সমন্বয় সভায় অন্যান্য সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, বর্তমানে যে সকল এনআইডি সংশোধন আবেদন ঝুলে আছে সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে যে সকল আবেদনকারীকে যোগাযোগ করে না পাওয়া যাবে তাদের আবেদন বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0