সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

২ জেলার ডিসিকে দায়িত্ব থেকে তুলে আনলো অন্তর্বর্তী সরকার

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: অন্তর্বর্তী সরকার দুই জেলার প্রশাসককে প্রত্যাহার করেছে। তারা হলেন- মাদারীপুর জেলার ডিসি ইয়াসমিন আক্তার ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ডিসি আব্দুস সামাদ।

সোমবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারের নির্দেশনা অনুযায়ী মাদারীপুরের ডিসি ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব এবং চাঁপাইনবাবগঞ্জের ডিসি আব্দুস সামাদ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।

উল্লেখ্য, ডিসি পদে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। গত ২০ মার্চ এ দুই কর্মকর্তা যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান। এ কারণেই তাদের ডিসির দায়িত্ব থেকে তুলে আনলো সরকার।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0