সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে গণ ভোটের আয়োজন ছাত্র ফ্রন্টের

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের শহীদ আবু সাঈদ চত্বরের সামনে এ ভোট গ্রহণ শুরু হয়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো/প্রতিনিধি,

ঢাকা: ঢাকা কলেজে ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে গণ ভোটের আয়োজন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। সংগঠনটির নেতারা জানান, শিক্ষার্থীরা তাদের এই উদ্যোগকে ইতিবাচকভাবে নিয়েছে। ইতোমধ্যেই শতাধিক শিক্ষার্থী ভোট দিয়েছে। আগামী দুই সপ্তাহ এ ভোট কার্যক্রম চলবে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের শহীদ আবু সাঈদ চত্বরের সামনে এ ভোট গ্রহণ শুরু হয়। শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছেন।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সেই রাষ্ট্রে ছাত্রসংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অংশ। গত ১৭ বছর ছাত্রলীগ ক্যাম্পাসগুলোকে চাঁদাবাজি ও টেন্ডারবাজির মাধ্যমে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। সাধারণ শিক্ষার্থীরা সেই পরিস্থিতি থেকে মুক্তি চায়, আর তার একমাত্র উপায় ছাত্রসংসদ নির্বাচন।’

শাসকগোষ্ঠীর অবস্থান প্রসঙ্গে রাহাত বলেন, ‘তাদের কাছে ছাত্রসংসদ আতঙ্কের নাম। কারণ ছাত্রসংসদ নির্বাচন হলে দখলদারিত্বের রাজনীতি বিলুপ্ত হয়ে যাবে। এ কারণেই বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় না।’

রাহাত বলেন, ‘৩২ বছর ধরে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ছাড়া ঢাকা কলেজ পরিচালিত হচ্ছে, যা অগণতান্ত্রিক। অথচ মন্ত্রণালয় চাইলে একসাথে দেশের সব ক্যাম্পাসে নির্বাচন দেওয়া সম্ভব। কিন্তু সেজন্য রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। কলেজ প্রশাসন মুখে একাত্মতা প্রকাশ করলেও কার্যক্রমে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।’

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0