শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

সন্ধান মিলছে না নিখোঁজ ব্যাংকার বাবুলের

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, এছাড়াও বন্ধ রয়েছে বাবুলের ব্যবহৃত মুঠোফোন।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি,

সিলেট: সিলেটে ন্যাশনাল ব্যাংকের সাবেক কর্মকর্তা মফিজুর রহমান বাবুল নিখোঁজ হয়েছেন। গেল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি তিনি।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, এছাড়াও বন্ধ রয়েছে বাবুলের ব্যবহৃত মুঠোফোন।

নিখোঁজ বাবুল সিলেটের বিশ্বনাথ পৌরসভার মজলিস ভোগশাইল গ্রামের মৃত হুসন আলীর ছেলে। তিনি একটি বেসরকারি ব্যাংক এর ওসমানীনগর উপজেলার তাজপুর শাখায় কর্মরত ছিলেন। গত বছরের রমজান মাসে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন। এরপর থেকে পরিবার নিয়ে সিলেট শহরের পাঠানপাড়া, শিববাড়ি এলাকায় বসবাস করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন দুপুরে বাবুলের সাবেক কর্মস্থল থেকে একটি ফোনকল আসে। ব্যাংকে যেতে হবে জানানো হলে তিনি বিকেল আড়াইটায় বাসা থেকে বের হন। কিন্তু এরপর আর ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি তার।

এ ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং-৫১৬)।

এ বিষয়ে থানার এসআই মো. নুর উদ্দিন বলেন, “জিডির আলোকে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।”

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0