শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাকসুর ফল পেতে শুক্রবার দুপুর হতে পারে: নির্বাচন কমিশনের সদস্যসচিব

অধ্যাপক রশিদুল আলম সাংবাদিকদের বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। ভোট শেষে চলছে গণনা, আর ফলাফল পেতে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রশিদুল আলম সাংবাদিকদের বলেন, ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ফলাফল পেতে আগামীকাল সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

নির্বাচন কমিশন জানায়, প্রতিটি কেন্দ্রে দায়িত্বে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা। প্রাথমিক ফলাফল কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে। নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে দেড় হাজারের বেশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্রদের হলে ১১টি হলে প্রায় ৫ হাজার ভোটার এবং ছাত্রীদের ১০টি হলে ৬ হাজারের বেশি ভোটার ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।

২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৭৮ প্রার্থী। এতে অংশ নিয়েছে বামপন্থী, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র শিক্ষার্থীদের সমর্থিত মোট ৮টি প্যানেল।

তবে কারচুপির অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেলে মওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাদের জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0