বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন চারটি প্যানেলের প্রার্থীরা। তারা নতুন কমিশন গঠন করে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনে বর্জনের ঘোষণা দেওয়া প্যানেলগুলো হলো—সম্প্রীতির ঐক্য, সংশপ্তক পর্ষদ, অঙ্গীকার পরিষদ এবং ছাত্র ফ্রন্ট একাংশের প্যানেল। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও এ দাবির সঙ্গে একাত্মতা জানিয়েছেন।
সম্প্রীতির ঐক্য প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী শরণ এহসান সংবাদ সম্মেলনে বলেন, আমরা অনিয়মের নির্বাচন বয়কট করছি। দ্রুত সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় পুনরায় নির্বাচনের দাবি করছি।
তিনি আরও বলেন, পুনরায় নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন করে নির্বাচনের তফসিলও ঘোষণা করতে হবে।
এর আগে একইদিন বিকেল পৌনে ৪টার দিকে ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। পরে বিএনপিপন্থি তিন শিক্ষক নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0