বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনে সেনাবাহিনী ছাড়াও বিমান ও নৌবাহিনী দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছেন তাদের ক্ষেত্রে আইনানুগ যেসব ব্যবস্থা নেওয়ার কথা, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। আমরা নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি।

ছবি: সংগৃহীত

জেলা প্রতিনিধি

সিলেট: আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর পাশাপাশি বিমান ও নৌবাহিনীও দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে দুই দিনের সফরে এসে দুপুরে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের যেসব পুলিশ কর্মকর্তা অনুপস্থিত আছেন তাদের ক্ষেত্রে আইনানুগ যেসব ব্যবস্থা নেওয়ার কথা, সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। আমরা নতুন পুলিশ নিয়োগ দিচ্ছি। তাদের অনেকে ট্রেনিং করে বেরিয়ে গেছে। একটা ব্যাচ এখনো ট্রেনিং করছে। আরেকটা ব্যাচ খুব তাড়াতাড়ি প্রশিক্ষণ শুরু করবে।

নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে তিনি বলেন, পুলিশ ছাড়াও আমাদের অন্যান্য যে বাহিনী আছে, ইলেকশনকে সামনে রেখে তাদের আমরা প্রশিক্ষণ দেব। আগামী ৭ তারিখে রাজারবাগ পুলিশ কনভেনশন সেন্টারে পুলিশের প্রশিক্ষণের আমরা উদ্বোধন করব। শুধু পুলিশ নয়, অন্যান্য সব বাহিনীর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে নির্বাচনের আগে। এটা সেনাবাহিনী, বিজিবি, আনসার সবার ক্ষেত্রে।

ইলেকশনে আনসার বাহিনীর গুরুত্বের বিষয়ে তিনি বলেন, ইলেকশনে কিন্তু আনসার বাহিনীর ভূমিকা সবচেয়ে বেশি। এবার কেন্দ্রগুলোতে প্রিজাইডিং কর্মকর্তার নিরাপত্তার জন্য একজন করে আনসার আমরা বাড়িয়ে দেব।

তিনি আরও জানান, এবার নির্বাচনে আমরা শুধু সেনাবাহিনী নয়, বিমানবাহিনী, নৌবাহিনীও কাজে লাগাব। পুলিশ, র‌্যাব, বিজিবি, এপিবিএন, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনী দায়িত্ব পালন করবে।

গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, হাতিয়ারগুলো (অস্ত্র) উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। এক্ষেত্রে আপনারা (সাংবাদিকরা) আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আপনাদের ধন্যবাদ। আপনারা তথ্য দিতে পারেন। সেটা আমরা কাউকে জানাব না। কারো তথ্যের ভিত্তিতে যদি হাতিয়ার উদ্ধার হয়, তাকে আমরা পুরস্কৃতও করব।

অবশেষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, নুরুল হক নুরের ওপর আক্রমণ খুবই দুর্ভাগ্যজনক। উনি জাতীয় পর্যায়ের নেতা। উনার ওপর আক্রমণ খুবই দুর্ভাগ্যজনক। উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, সেটা আমরা আল্লাহর কাছে দোয়া করি।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0