বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

র‍্যাবের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল, গুলি, গ্রেনেডসহ মাদকদ্রব্য উদ্ধার

বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানান।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০) বিশেষ অভিযান চালিয়েছে কেরাণীগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর ও যাত্রাবাড়ীর বিভিন্ন এলাকায়। অভিযানে বিদেশি পিস্তল, গুলি, গ্রেনেডসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাতে কেরাণীগঞ্জ নেকরোজবাগ এলাকায় থেকে মো. সাহিদ (৪৬) গ্রেফতার করা হয়। এসময় তার বাড়ি থেকে দুটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, তিন রাউন্ড গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া, চাঁদপুরের পরিত্যক্ত টিন ঘর থেকে আরেকটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০ এর অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য জানান।

তিনি বলেন, সম্প্রতি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি সিমেন্টের দোকান থেকে একজনকে গ্রেফতার করে র‌্যাব। তার দেখানো স্থানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ৩১ আগস্ট যাত্রাবাড়ীর ফ্ল্যাট থেকে চারটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয় এবং কেরাণীগঞ্জে ১১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

চাঁদপুরে পরিত্যক্ত টিন ঘর থেকে অস্ত্র উদ্ধার

এর আগে, ২ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে র‍্যাব-১০ চাঁদপুর জেলার কচুয়া থানাধীন মাঝিগাছা এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত টিনের ঘরের বেড়ার পাশে মাটিতে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধার করা অস্ত্র ও গুলি পুলিশের কাছ থেকে লুট হওয়া হতে পারে।

নারায়ণগঞ্জে পিস্তল ও গুলি উদ্ধার

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন নিচিন্তাপুর শরিফবাগ এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১০ একজনকে গ্রেফতার করে। গ্রেফতার সাধন সরকার ওরফে সাইফুল ইসলাম (৩০) দেখান—সিমেন্টের দোকানের ভেতরের পরিত্যক্ত দরজার নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জানা যায়, তার বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

যাত্রাবাড়ীতে গ্রেনেড উদ্ধার

গত ৩১ আগস্ট বিকালে যাত্রাবাড়ী থানাধীন বিবির বাগিচা এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-১০ ৪টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করে। গ্রেফতার ফয়সাল খান (৩০) জানান, তার বাসার বাথরুম সংলগ্ন শয়নকক্ষে গ্রেনেড রাখা ছিল। পরে জানা যায়, ১ সেপ্টেম্বর ডিএমপি ঢাকার ডেমরা থানা এলাকায় আরও ৪টি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0