জেলা প্রতিনিধি
সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বেড়িবাঁধের পাশ থেকে বিজন কুমার দে (৬২) নামে এক আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের কুন্দুড়িয়া চুমুরিয়া গ্রামের পাউবোর বেড়িবাঁধের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বিজন কুমার দে বুধহাটা ইউনিয়নের পাইথালী গ্রামের মৃত ভঞ্জন কুমার দে’র ছেলে। তিনি চিংড়ি রেণুর ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার দুই পায়ে আঘাতের চিহ্ন আছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিজনের ছোট ভাই স্কুলশিক্ষক রঘুনাথ দে বলেন, ‘স্ত্রী আগেই মারা যাওয়ায় বাড়িতে একা এক ঘরে থাকতেন বিজন কুমার। মঙ্গলবার বিকাল ৫টার দিকে স্থানীয় পাইথালী বাজারে যান। কিন্তু রাতে বাসায় ফেরেননি। রাত ১০টার দিকে ছেলে প্রণব দে ফোন করলে মোবাইল বন্ধ পায়। বুধবার সকালে ঘরে ঢুকে ছেলে দেখে রাতের খাবার পড়ে আছে। সকাল ৯টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পাই, পাশের চুমুরিয়া গ্রামের বেড়িবাঁধের পাশে লাশ পড়ে আছে। পরে প্রণব ঘটনাস্থলে গিয়ে শনাক্ত করে। সঙ্গে সঙ্গে আশাশুনি থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। তারা ১০টার দিকে এসে লাশ উদ্ধার করে থানায় নেয়।’
আশাশুনি থানার উপপরিদর্শক আবদুর রহিম বলেন, ‘লাশ উদ্ধার করে থানায় আনা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যা। দুই পায়ে আঘাতের চিহ্ন আছে। নিহতের ছেলে প্রণব দে বাদী হয়ে মামলা করবেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পাশাপাশি ঘটনাটি তদন্ত করে দেখছি আমরা।’
বাংলাফ্লো/এসও
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0