শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে গৃহবধূ উধাও

ঘটনা ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায়।

জেলা প্রতিনিধি

জামালপুর: জামালপুরে আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী তানজিদ ইসলাম অন্তর জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায়।

তানজিদ ইসলাম অন্তর জানান, তিনি স্থানীয় একটি এনজিওতে চাকরি করেন। চার বছরের সংসার ছেড়ে স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি দিশাহারা হয়ে পড়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে আয়েশা খন্দকারের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় অন্তরের। বিয়ের পর দুই বছর সংসার ভালোই চলছিল। তবে দুই বছর পর আয়েশা শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ভর্তি হওয়ার পর একই কলেজের উৎসব নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয় এবং তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এরপর থেকে আয়েশা অন্তরের সঙ্গে অস্বাভাবিক আচরণ শুরু করেন।

ওসি আবু ফয়সল মো. আতিক জানান, “স্ত্রী চলে গেছে” এই মর্মে অন্তর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, আয়েশা খন্দকার নগদ দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ও তিন ভরি স্বর্ণালংকার সঙ্গে নিয়ে উধাও হয়েছেন। তানজিদ ইসলাম অন্তর বলেন, “আমার ইচ্ছার বিরুদ্ধে কলেজে ভর্তি হওয়ার পর থেকেই সে আমার সাথে খারাপ আচরণ শুরু করে। নানা অজুহাতে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেনি। আমি তাকে অনেক ভালোবাসি, যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। তবুও সে আমাকে ছেড়ে গেল।”

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0