শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রোববার, দেখা যাবে বাংলাদেশ থেকেও

এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: চলতি বছরের শেষ চন্দ্রগ্রহণ রোববার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আকাশ যদি মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও চন্দ্রগ্রহণটি দেখা সম্ভব।

চন্দ্রগ্রহণ শুরু হবে ৭ সেপ্টেম্বর রাত ৯টা ২৮ মিনিটে এবং পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট সময়কাল হবে ৭ ঘণ্টা ২৭ মিনিট।

চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দরের মধ্যবর্তী এলাকায়। এই দুই প্রান্তের কিছুটা পূর্ব ও পশ্চিমেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0