শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

মাটি খুঁড়ে উদ্ধার হলো বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিন

যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের রোমান জুট মিল সংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথ বাহিনী।

ছবি: সংগৃহীত


জেলা প্রতিনিধি

যশোর: যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের রোমান জুট মিল সংলগ্ন পরিত্যক্ত স্থান থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এই উদ্ধার অভিযান পরিচালিত হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “সেনাবাহিনী ও পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

যৌথবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অভয়নগর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন আকিব।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0