বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

৪২ সাংবাদিককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ

এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের বেঞ্চ এই রায় দেন

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: আজ (বুধবার) হাইকোর্ট বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৪২ জন জেলা প্রতিনিধিকে কোনো কারণ দর্শানো ছাড়া চাকরি থেকে বরখাস্ত করার আদেশকে অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে তাদের চাকরি পুনর্বহালের নির্দেশও দিয়েছেন আদালত।

এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের বেঞ্চ এই রায় দেন।

হাইকোর্ট এক রায়ে তাদের আবেদন অনুযায়ী বিটিভিতে চাকরি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন। এর ফলে ৪২ জন প্রতিনিধি তাদের চাকরি ফিরে পাবেন। এছাড়াও, অন্য এক জেলা প্রতিনিধির চাকরির মেয়াদ শেষ হওয়ায় আদালত তার বকেয়া বেতন-ভাতাসহ সব পাওনা পরিশোধের নির্দেশ দিয়েছেন।

জেলা প্রতিনিধিদের বহিষ্কারাদেশের বিরুদ্ধে একটি রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই রায় প্রদান করেন।

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0