বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

লতিফ সিদ্দিকীর জামিন আবেদন প্রত্যাহার, অন্য ৬ আসামির নামঞ্জুর

আব্দুল লতিফ সিদ্দিকীসহ ৭ আসামির জামিন আবেদন করা হলেও শেষ মুহূর্তে লতিফ সিদ্দিকীর আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবীরা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস দমন আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ৭ আসামির জামিন আবেদন করা হলেও শেষ মুহূর্তে লতিফ সিদ্দিকীর আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন তার আইনজীবীরা। একই সঙ্গে আদালত অন্য ৬ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে শুনানি চলাকালে এই ঘটনা ঘটে। জামিন নামঞ্জুর হওয়া অন্য ছয় আসামি হলেন গোলাম মোস্তফা, জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, আমির হোসেন সুমন, মো. শফিকুল ইসলাম দেলোয়ার এবং আব্দুল্লাহীল কাইউম।

লতিফ সিদ্দিকীর আইনজীবী তাহমীম মহিমা বাঁধন জানান, আব্দুল লতিফ সিদ্দিকী প্রথমে ওকালতনামায় সই করতে রাজি ছিলেন না। পরে সিনিয়র আইনজীবী জেড আই খান পান্নার ওকালতনামা দেখে তিনি সই করেন। আইনজীবী আরও বলেন, লতিফ সিদ্দিকী একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি। তার পরিবারের পক্ষ থেকে অসুস্থতার প্রমাণস্বরূপ মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, কিন্তু সঠিক সময়ে তা সরবরাহ করা সম্ভব না হওয়ায় জামিনের আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, গত শুক্রবার শাহবাগ থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, তারা রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য কাজ করছেন। প্রসিকিউটরের ভাষ্যমতে, লতিফ সিদ্দিকী 'মঞ্চ ৭১'-এর ব্যানারে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

তিনি আরও বলেন, গত শুক্রবার আদালতে লতিফ সিদ্দিকী বলেছিলেন তার আদালতের ওপর আস্থা নেই। আজ যখন জামিনের আবেদন করা হয়, তখন আসামিপক্ষ বুঝতে পারে যে রাষ্ট্রপক্ষ এর কঠোর বিরোধিতা করবে। একারণেই তার আইনজীবীরা জামিনের আবেদন প্রত্যাহার করে নেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ৫ আগস্ট 'মঞ্চ ৭১' নামে একটি সংগঠন গঠিত হয়, যার উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি ঠেকানো। এই সংগঠনের পক্ষ থেকে গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালীন একদল ব্যক্তি সেখানে প্রবেশ করে হট্টগোল শুরু করে এবং অনুষ্ঠানস্থলের দরজা বন্ধ করে দেয়। তারা ব্যানার ছিঁড়ে ফেলে এবং কয়েকজন অংশগ্রহণকারীকে লাঞ্ছিত করে। এক পর্যায়ে আব্দুল লতিফ সিদ্দিকী এবং অধ্যাপক শেখ হাফিজুর রহমানকে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ এসে ১৬ জনকে আটক করে। এই ঘটনায় এসআই আমিরুল ইসলাম সন্ত্রাস দমন আইনে মামলা করেন এবং তাদের গ্রেপ্তার দেখানো হয়। মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, দেওয়ান মোহম্মদ আলী এবং মো. আব্দুল্লাহ আল আমিন।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0