এন্টারটেইনমেন্ট ডেস্ক
ঢাকা: মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা কি তবে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেন? গত এক সপ্তাহ ধরে তাঁর সামাজিক মাধ্যমে একের পর এক বিয়ের সাজের ছবি ও ভিডিও পোস্ট করাকে কেন্দ্র করে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। পরনে সাদা গাউন, এক হাতে ফুলের তোড়া এবং অন্য হাতে বরের কাঁধে রাখা— পিয়ার এমন উষ্ণ ছবিগুলো দেখে ভক্তরা ধারণা করছেন, তিনি তাঁর জীবনের নতুন এক অধ্যায় শুরু করেছেন। যদিও এই বিষয়ে তিনি নিজে এখনো মুখ খোলেননি, যা ভক্তদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে।
সপ্তাহজুড়ে রহস্যময় পোস্ট: গত ২৯ জুন পিয়া বিপাশা প্রথম তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে বরের সঙ্গে খ্রিষ্টানরীতিতে বিয়ের সাজে একটি ছবি প্রকাশ করেন। এরপর ৩ জুলাই তিনি দুটি ভিডিও রিলস প্রকাশ করেন। একটিতে বরের সঙ্গে লং ড্রাইভে দেখা যায় তাঁকে, যার সঙ্গীতে বাজছিল ‘সি ইজ ইন লাভ’ গানটি। অন্য রিলসটিতে বধূবেশে বরের সঙ্গে রোমান্টিক মুহূর্তে ধরা দেন তিনি, যেখানে ব্যাকগ্রাউন্ডে ছিল ‘এ ডে অফ ফরএভার প্রমিস’ গানটি। সর্বশেষ গতকাল (৬ জুলাই) সকালে তিনি বরের সঙ্গে আরও দুটি নতুন ছবি প্রকাশ করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
অতীতের চড়াই-উতরাই ও নতুন শুরু: পিয়া বিপাশার এই নতুন অধ্যায়ের ইঙ্গিত তাঁর ভক্তদের জন্য বিশেষভাবে আনন্দের। কারণ, ব্যক্তিগত জীবনে তাঁকে অনেক চড়াই-উতরাই পার করতে হয়েছে। খুব অল্প বয়সে প্রথম বিয়ে এবং বিচ্ছেদের পর তিনি শোবিজ জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করেন। এরপর ক্যারিয়ারের শীর্ষে থাকার সময়ই পাড়ি জমান মার্কিন যুক্তরাষ্ট্রে। ২০১৯ সালে ইউরোপের এক ব্যক্তিকে বিয়ে করে ফেসবুকে ছবি শেয়ার করলেও, কিছুদিন পরেই সেই ছবিগুলো তিনি মুছে দেন, যা তাঁদের সম্পর্ক ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়।
সেই ঘটনার প্রায় ছয় বছর পর আবারও তাঁকে বিয়ের সাজে দেখে ভক্তরা তাঁর জন্য শুভকামনা জানাচ্ছেন। অতীতের সব ঝড় সামলে তাঁর এই নতুন শুরুকে অনেকেই স্বাগত জানিয়েছেন এবং তাঁর সুখী জীবন কামনা করে মন্তব্য করছেন। এখন শুধু পিয়া বিপাশার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
বাংলাফ্লো/এইচএম
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0