পাবনা প্রতিনিধি: জেলার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাতপরিচয় অগ্নিদগ্ধ এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতালের বারান্দায় তার লাশ পড়ে রয়েছে। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) দিনগত গভীর রাতে ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের ভাড়ইমারী বটতলা এলাকায় সড়কের পাশ থেকে দগ্ধ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মাজেদুল ইসলাম বলেন, রাত সোয়া চারটার দিকে একজন ফোনে জানান, এক নারী আগুনে পুড়ে সড়কে পড়ে রয়েছেন। সেখান থেকে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শুনেছি তিনি মারা গেছেন। তিনি আরও বলেন, ভোরে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাইনি। পাশের কয়েকজন শ্রমিক জানান, তারা ওই নারীকে চেনেন না। আগে কখনও তাকে দেখেননি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পাবনাকে খবর দেওয়া হয়েছে। তারা এসে নারীর মৃত্যু ও আগুনে পোড়া নিয়ে তদন্ত করবেন। জেবি