বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

মাগুরায় আধিপত্যের জেরে কৃষককে পিটিয়ে হত্যা

দাশনা গ্রামে সামাজিক দলাদলি এবং প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় স্বপন মোল্যা এবং আতর আলীর নেতৃত্বে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে, সোমবার সন্ধ্যায় আতর আলীর সমর্থকরা স্বপন মোল্যার সমর্থক আইয়ুব মোল্যার ওপর হামলা চালায়।

ছবি-সংগৃহীত

জেলা প্রতিনিধি

মাগুরা: মাগুরা সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আইয়ুব মোল্যা (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মঘি ইউনিয়নের দাশনা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এলাকাবাসী জানান, দাশনা গ্রামে সামাজিক দলাদলি এবং প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় স্বপন মোল্যা এবং আতর আলীর নেতৃত্বে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে, সোমবার সন্ধ্যায় আতর আলীর সমর্থকরা স্বপন মোল্যার সমর্থক আইয়ুব মোল্যার ওপর হামলা চালায়।

হামলায় মারাত্মকভাবে আহত হন আইয়ুব। তাঁকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে তাঁর অবস্থার অবনতি হলে, তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে মঙ্গলবার সকালে তিনি মারা যান।

আইয়ুব মোল্যার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে, নতুন করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, এলাকায় পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, “মৃত্যুর খবর পেয়ে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।”

এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0