নওগাঁ প্রতিনিধি: জেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুর দেড়টার দিকে শহরের নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের খলিশাকুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
তিনি জানান, সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এখনও নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ দুটি উদ্ধারের চেষ্টা চলছে।
জেবি