শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি স্থগিত

অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিদ্যমান সমস্যার সমাধানে সরকারের বিদ্যুৎ উপদেষ্টা আন্তরিকভাবে আশ্বাস দিয়েছেন।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে সমিতির সব কর্মকর্তা-কর্মচারীকে দ্রুত কর্মস্থলে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুব মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলন ছিল মূলত “গ্রাম ও শহরের বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্মত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা গড়ে তোলার জন্য”। তবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতার কারণে নানা কমিটির কাজ বাধাগ্রস্ত হয়েছে।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের অভিযোগ, বোর্ডের দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদের বিরুদ্ধে মামলা, চাকরিচ্যুতি, বরখাস্তসহ বিভিন্ন ধরনের দমন-পীড়ন চালানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ পর্যন্ত ১৭২ জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, ২০ জন কর্মকর্তা দীর্ঘদিন কারাভোগ করেছেন, ৪০ জন চাকরিচ্যুত, ৮৭ জন বরখাস্ত বা সংযুক্ত এবং সাড়ে ৬ হাজার জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে।

সংগঠনটির দাবি, গণছুটি কর্মসূচিতেও বিদ্যুৎ সরবরাহ সচল ছিল এবং ৮০টি সমিতির মধ্যে প্রায় ৩৩ হাজার কর্মকর্তা-কর্মচারী এতে অংশ নিয়েছিলেন। তবে বিদ্যুৎ বিভাগকে বারবার ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

অ্যাসোসিয়েশন জানিয়েছে, বিদ্যমান সমস্যার সমাধানে সরকারের বিদ্যুৎ উপদেষ্টা আন্তরিকভাবে আশ্বাস দিয়েছেন। তাই দেশের সামগ্রিক পরিস্থিতি ও জনদুর্ভোগ বিবেচনা করে এবং সরকারের প্রতি আস্থা রেখে গণছুটি কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0