জেলা প্রতিনিধি
কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের কাছে সাগরে মাছ শিকারে গিয়ে আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৮ জন জেলে কৌশলে পালিয়ে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তারা একটি ট্রলারে করে শাহপরীর দ্বীপ জেটিঘাটে পৌঁছালে কোস্টগার্ড তাদের হেফাজতে নেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ট্রলার মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “জেলেদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তথ্য যাচাই-বাছাই শেষে রাতেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।” এর আগে বুধবার বিকেলে সাগরে মাছ ধরার সময় পাঁচটি ট্রলারসহ ৪০ জেলেকে আটক করে আরাকান আর্মি।
পালিয়ে আসা এক জেলে বলেন, “মোহাম্মদ হাসানের মালিকানাধীন ট্রলার নিয়ে গত মঙ্গলবার সাগরে আমরা মাছ শিকারে যাই। গত বুধবার আরাকান আর্মি স্পিডবোট দিয়ে ধাওয়া করে পাঁচটি ট্রলারসহ আমাদের ৪০ জনকে আটক করে। আরাকান আর্মির দুই সদস্য আমাদের ট্রলারে ওঠে এবং সামনে-পেছনে তাদের স্পিডবোট থাকে। ট্রলারগুলো মিয়ানমারের দিকে চালাতে বলে। অন্ধকারে আরাকান আর্মির স্পিডবোটটি সামনের দিকে এগিয়ে গেলে আমরা সুযোগ নিয়ে উল্টো দিকে ঘুরে সেন্টমার্টিনের কাছাকাছি চলে আসি। এ সময় আমাদের ট্রলারে থাকা আরাকান আর্মির দুই সদস্য সাগরে ঝাঁপ দিয়ে তাদের সীমান্তের দিকে সাঁতরে চলে যায়। অন্ধকার থাকায় পরে আমরা ট্রলার নিয়ে পালিয়ে আসতে সক্ষম হই।”
টেকনাফ মডেল থানার কর্মকর্তা (ওসি) অপারেশন মো. কামাল হোসেন জানান, “পুলিশ জেলেদের তথ্য যাচাই-বাছাই শেষে মিয়ানমারের জলসীমার কাছাকাছি মাছ শিকারে না যাওয়ার মুচলেকা নিয়ে বৃহস্পতিবার রাতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে।”
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0