শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কদমতলী এলাকায় বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর কদমতলী এলাকায় বস্তাবন্দী অবস্থায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মুরাদপুর লাল মিয়া সড়কের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জানা গেছে, নিহত নারীর বয়স প্রায় ২৫ থেকে ৩০ বছর হতে পারে।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুন নাহার বলেন, “স্থানীয়দের মাধ্যমে ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মরদেহের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।”

তিনি আরও জানান, আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে কেউ ওই নারীর পরিচয় দিতে পারেনি। এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সাহায্যে ঘটনায় জড়িতদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

এসআই কামরুন নাহার উল্লেখ করেন, “প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

বাংলাফ্লো/সিএস

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0