বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: ইসলামে সপ্তাহের সবচেয়ে মহিমান্বিত দিন হলো জুমা। পবিত্র কোরআন ও হাদিসে এই দিনের গুরুত্বের বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন,
“হে মুমিনরা! জুমার দিন নামাজের আজান হলে তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং বেচাকেনা বন্ধ কোরো, তা তোমাদের জন্য উত্তম, যদি তোমরা বুঝো। এরপর নামাজ শেষ হলে ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান কোরো এবং আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফলকাম হও।”
(সুরা: জুমা, আয়াত: ৯-১০)
জুমার দিনের বিশেষ মর্যাদা
হাদিসে বর্ণিত, এই দিনে আল্লাহ তাআলা আদম (আ.)-কে সৃষ্টি করেছেন, জমিনে অবতরণ করিয়েছেন এবং মৃত্যু দিয়েছেন। এছাড়া, এমন একটি সময়ও রয়েছে যখন বান্দা আল্লাহর কাছে যা চাইবেন, তা দেওয়া হয়—যদি তা হারাম না হয়। একই সঙ্গে কিয়ামতের ঘোষণা এই দিনকে আরও বিশেষ করেছে।
(ইবনে মাজাহ, হাদিস: ৮৯৫)
নামাজ ও খুতবায় সওয়াব
জুমার নামাজ আদায় করা ও খুতবার সময় মনোযোগসহ উপস্থিত থাকা বিশেষ সওয়াবের কাজ। হাদিসে উল্লেখ আছে,
“যে ব্যক্তি জুমার দিন গোসল করবে, সুগন্ধি ব্যবহার করবে, মসজিদে আগ্রহভরে যাবে এবং খুতবা মনোযোগসহ শুনবে, আল্লাহ তাঁর দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ করবেন।”
(সহিহ বুখারি: ৮৮৩)
মসজিদে প্রথম প্রবেশের গুরুত্ব
প্রথমে মসজিদে প্রবেশ করলে সর্বোচ্চ সওয়াব পাওয়া যায়। হাদিসে আছে, প্রথমে যাওয়া ব্যক্তি যেন উট কোরবানি করেছেন; পরবর্তীরা যথাক্রমে গরু, ছাগল, মুরগি ও ডিম সদকার সমতুল্য সওয়াব পান।
দোয়া কবুলের মুহূর্ত
জুমার দিনের একটি নির্দিষ্ট সময় আছরের পর, যখন আল্লাহর কাছে দোয়া বিশেষভাবে কবুল হয়। তাই বিশেষ প্রার্থনা এই সময়ে করা সুপারিশ করা হয়েছে।
(আবু দাউদ, হাদিস: ১০৪৮)
সুরা কাহ্ফ পাঠ
এই দিনে সুরা কাহ্ফ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই জুমার মধ্যে এই সওয়াব আলোকিত রাখে এবং শেষ ১০ আয়াত পড়লে দাজ্জালের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।
(সহিহ তারগিব: ১৪৭৩, আল মুসতাদরাক: ২/৩৯৯)
দরুদ পাঠ
নবীজি (সা.)-এর ওপর বেশি দরুদ পাঠ করা জুমার দিন বিশেষভাবে প্রার্থিত। সাহাবারা জানতে চাইলেন, আমাদের দরুদ কীভাবে নবীর কাছে পৌঁছাবে? নবীজি (সা.) বললেন,
“আল্লাহ জমিনের জন্য আমার দেহের ভক্ষণ নিষিদ্ধ করেছেন।”
(আবু দাউদ: ১০৪৭)
জুমা, তাই, শুধু নামাজের দিন নয়; এটি সওয়াবের, প্রশান্তির ও আল্লাহর নৈকট্যের দিন। প্রতিটি মুসলিমের জন্য এই দিনে ভালো আমল, দোয়া ও দরুদ পাঠের মাধ্যমে আত্মিক শান্তি ও পাপমোচন সম্ভব।
বাংলাফ্লো/সিএস
Like
Dislike
Love
Angry
Sad
Funny
Wow
Comments 0