শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে, ভরা মৌসুমেও ইলিশের দাম আকাশচুম্বী

চাল, মুরগি ও মাছের দামও ক্রেতাদের নাভিশ্বাস ধরাচ্ছে। ভরা মৌসুমে ইলিশের দামও আকাশচুম্বী।

ফাইল ছবি

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: রাজধানীর বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে। আলু ও পেঁপে ছাড়া প্রায় সব সবজির দাম আগের মতোই বেশি। চাল, মুরগি ও মাছের দামও ক্রেতাদের নাভিশ্বাস ধরাচ্ছে। ভরা মৌসুমে ইলিশের দামও আকাশচুম্বী।

তবে ডিমের দাম সামান্য কমেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, নতুন গোলাকৃতির বেগুন বিক্রি হচ্ছে ১০০-১৪০ টাকা কেজি দরে। বরবটি, করলা, চিচিঙ্গা ও কচুর লতি দাম বাজারভেদে ১০০-১২০ টাকা। ধুন্দল কেজিতে ৮০-১০০ টাকা, ঝিঙ্গা, পটল ও ঢ্যাঁড়সও ৮০ টাকার আশেপাশে বিক্রি হচ্ছে। পেঁপের কেজি দরে বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা। লাউ কেজিপ্রতি ৮০-১০০ টাকা, লাল শাক, কলমি বা হেলেঞ্চা শাকের আঁটি ২০ টাকা, পুইশাকের প্রতি আঁটি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্রয়লার মুরগির দাম বেড়েছে; গত সপ্তাহের তুলনায় প্রতি কেজি ১০-২০ টাকা বৃদ্ধি পেয়ে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম কমে প্রতি ডজন ১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বাজারেও বাড়তি দাম লক্ষ্য করা গেছে। বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল ৭২-৮৫ টাকা, নাজিরশাইল চাল ৭৫-৯৫ টাকা, ব্রি-২৮ চাল ৬২ টাকা ও মোটা স্বর্ণা চাল ৫৮-৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ইলিশের দাম ভরা মৌসুমে সবচেয়ে বেশি। এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। ৫০০-৭০০ গ্রামের ইলিশ পাওয়া যাচ্ছে ১৫০০ টাকায়। এক কেজির কিছু কম ওজনের ইলিশ ১৮০০-২০০০ টাকায়, বড় ইলিশ (২-২.৫ কেজি) ৩০০০-৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

আজকের বাজারে কোরাল ৮০০-৯০০ টাকা, আইড় ৬০০-৭৫০ টাকা, চিংড়ি (বাগদা ও গলদা) ৭৫০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট চিংড়ির দাম কেজিপ্রতি ১০০০-১২০০ টাকা। খাল-নদী ও চাষের মাছের মধ্যে রুই ও কাতলা ৩৫০-৪৫০ টাকা, ছোট পাবদা ৪০০ টাকা, মাঝারি ৫০০-৬০০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, পুঁটি ২০০-২৫০ টাকা, সরপুঁটি ৩০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০-৩০০ টাকা, নাইলোটিকা ২২০-২৮০ টাকা, কৈ ২০০-২২০ টাকা এবং পাঙাস ও সিলভার কার্প ২৫০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাংলাফ্লো/সিএস



Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0