শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

জাবি শিক্ষিকা জান্নাতুলকে শেষ বিদায় জানিয়ে অঝোরে কাঁদলেন শিক্ষার্থী-সহকর্মীরা

জানাজা শেষে লাশবাহী গাড়ির সামনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চারুকলা বিভাগের শোকসন্তপ্ত শিক্ষকরা।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস মৌমিতা ভোট গণনা কার্যক্রমে অংশ নিতে এসে অসুস্থ হয়ে মারা যান। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে লাশবাহী গাড়ির সামনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চারুকলা বিভাগের শোকসন্তপ্ত শিক্ষকরা। এর আগে লাশবাহী গাড়িটি পুরাতন কলাভবনের সামনে পৌঁছালে সহকর্মী শিক্ষকরা অশ্রুসিক্ত বিদায় জানান। প্রিয় শিক্ষকের শেষ বিদায়ে সহকর্মী, শিক্ষক ও শিক্ষার্থীরা ভিড় জমিয়ে কান্নায় ভেঙে পড়েন।

বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা জানান, ‘আমি প্রীতিলতা হলে রিটার্নিং অফিসার ও জান্নাতুল ফেরদৌস পোলিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে সন্ধ্যা ৬টার পর জান্নাতুল বাসায় চলে যান। সকাল ৮টার দিকে ভোট গণনার জন্য তিনি সিনেট ভবনে আসেন। এরপর তৃতীয় তলায় ভোট গণনার কক্ষের দরজার সামনে এলে হঠাৎ পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোট গণনার কাজের জন্য আমি সকালেই তাকে ফোন দিয়ে এনেছিলাম।’

এদিকে, প্রিয় শিক্ষকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শিক্ষার্থীরা জানাচ্ছেন, শিক্ষক হয়েও জান্নাতুল তাদের কাছে বোনের মতো ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান বলেন, ‘আমাদের একজন তরুণ সহকর্মী চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের অকাল মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত সুনামের সঙ্গে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালন করেছেন। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।’ তিনি আরও বলেন, ‘তার এই অকাল চলে যাওয়া আমাদের জন্য একটি ম্যাসেজ, আমরা যে যা-ই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেজন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহির বিষয়গুলো প্রত্যেকেই যদি মাথায় রেখে চলতে পারি তাহলে আমাদের বিদায়টা অনেক সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে সবাই আচরণের দিক থেকে শুদ্ধ হই।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, জান্নাতুল ফেরদৌস মৌমিতাকে তার গ্রামের বাড়ি পাবনা শহরের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0