শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

গত ২৪ ঘণ্টায় ২৪৫ জন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি, মৃত্যু হয়নি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৫ জন। এ সময় কোনো মৃত্যু ঘটেনি।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি

ঢাকা: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৫ জন। এ সময় কোনো মৃত্যু ঘটেনি, ফলে চলতি বছরের মোট ডেঙ্গুজনিত মৃত্যু ১৪৫ জনেই অপরিবর্তিত রয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৭ জন এবং ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৮৪ জনসহ এ পর্যন্ত চলতি বছরে ৩৫,০২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ৩৬,৯২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৬০.১ শতাংশ পুরুষ ও ৩৯.৯ শতাংশ নারী।

বাংলাফ্লো/সিএস


Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0