বাংলাফ্লো প্রতিনিধি,
ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনায় লোকবল বাড়ানো হয়েছে, আজ রাতের মধ্যেই গণনা শেষ করে ফলাফল প্রকাশের আশা করছি।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোট গণনা বন্ধ করা হয়েছে, এটি সঠিক নয়। সহকর্মী মারা যাওয়ায় কিছুক্ষণ বিরতি ছিল।
অধ্যাপক ড. মনিরুজ্জামান জানান, ভোট গণনায় লোকবল বৃদ্ধি করা হয়েছে। গতি বাড়ানোর চেষ্টা চলছে। আজ রাতের মধ্যেই গণনা শেষ করে ফলাফল প্রকাশের আশা করছি।
এর আগে ওএমআর স্ক্যানার ব্যবহার না করায় হাতে গণনায় আপত্তি জানিয়ে শুক্রবার বিকাল ৫টার দিকে ভোট গণনা স্থগিত রাখেন শিক্ষকরা।
পরে এদিন জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন। বৈঠক থেকে বেরিয়ে অবশিষ্ট ভোট গণনা শুরু করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কর্মকর্তা। পরে সন্ধ্যা সোয়া ৬টার পর ফের ভোট গণনা শুরু হয়।
ভোট গণনায় দীর্ঘ সময়ের কারণ হিসেবে প্রক্টর জাকির আহমেদ জানান, ওএমআর দিয়ে গণনা বাতিল করায় ম্যানুয়ালি কাজ চলছে। নির্ভুল ফলাফলের জন্য সময় বেশি লাগছে।
এদিকে, ফলাফল ঘিরে সিনেট ভবনসহ ক্যাম্পাসে কঠোর অবস্থানে পুলিশ। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনীর এক হাজার সদস্য।
জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৪৩। ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রায় ৮ হাজার শিক্ষার্থী। নানা অভিযোগ তুলে নির্বাচন বয়কট করেছে ছাত্রদলসহ ৫ প্যানেল ও ৫ স্বতন্ত্র প্রার্থী।
৩৪ বছর পর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। এখন চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় সবাই।
বাংলাফ্লো/এনআর
Comments 0