শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

কানাডায় ভোটার নিবন্ধন সেবা উদ্বোধন সিইসির

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কাডানার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

ছবি: সংগৃহীত

বাংলাফ্লো প্রতিনিধি,

ঢাকা: প্রবাসীদের গণতান্ত্রিক প্রক্রিয়ার সম্পৃক্ত করার অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে কানাডায় বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়া কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) কাডানার বাংলাদেশ হাইকমিশন এ তথ্য জানায়।

অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, গণতন্ত্রকে অন্তর্ভুক্তিমূলক করতে হলে বিশ্বের যেকোনো প্রান্তেই থাকুক না কেন প্রতিটি নাগরিকের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থাকা অপরিহার্য।

তিনি আরও বলেন, রেমিট্যান্স পাঠানো, বিনিয়োগ ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসীদের দেশের ভবিষ্যৎ নির্ধারণে সরাসরি অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা অত্যাবশ্যক।

অনুষ্ঠানের অংশ হিসেবে একটি প্রাণবন্ত প্রশ্নোত্তর সেশন আয়োজন করা হয়, যেখানে প্রধান নির্বাচন কমিশনার প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি ইতোমধ্যে কানাডা থেকে নিবন্ধিত কয়েকজন বাংলাদেশি প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেওয়ার মাধ্যমে কানাডায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ নির্বাচন কমিশনের নবগৃহীত এই উদ্যোগের মাধ্যমে প্রবাসীরা বিদেশস্থ বিভিন্ন বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন। এ তালিকায় এবার যুক্ত হলো কানাডা। এই উদ্যোগের অংশ হিসেবে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরন্টোতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে প্রবাসীরা এ সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ। আসা অতিথিদের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আইয়ুব অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করেন।

কানাডায় ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র কার্যক্রম সেবা চালুকরণ বাংলাদেশের জন্য একটি মাইলফলক, যার মাধ্যমে সরকার দেশের প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল এবং দেশের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি তাদের ভোটাধিকার নিশ্চিতকরণের অভিপ্রায়ও সুস্পষ্টভাবে প্রতিফলিত হলো।

বাংলাফ্লো/এনআর

Leave a Comment

Comments 0