শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫

গুলশানে ১০ বছরের শিশু ধর্ষণ: অভিযুক্ত সজল গ্রেফতার

রাজধানীর গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশান বারিধারা ডিপ্লোম্যাটিক এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিশুর প্রতিবেশী সজল হোসেন পলাশ (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি রোববার (৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঘটে। অভিযোগ অনুযায়ী, সজল শিশুটিকে বাসায় একা পেয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি মায়ের কাছে বিষয়টি জানালে পরিবারের সদস্যরা গুলশান থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশ সোমবার (১০ মার্চ) দুপুর ১টার দিকে শিশুটিকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুলশান থানার এসআই নাঈম উদ্দিন সুজন ঘটনার বিস্তারিত নিশ্চিত করেছেন।

অভিযুক্ত সজলকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।