Logo

অপুর টাকায় ওমরাহ হজে প্রতারিত রইস উদ্দিন

এক ক্রেতা গরু কিনে তাঁকে এক লাখ ২৩ হাজার টাকা দেন, যার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। এই নির্মম প্রতারণার শিকার হয়ে হাটের মধ্যেই অঝোরে কাঁদতে থাকেন তিনি।

ছবি-সংগৃহীত

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: গত কোরবানির ঈদে পশুর হাটে জাল টাকার নোটে প্রতারিত হয়ে যাঁর বোবা কান্না নাড়া দিয়েছিল গোটা দেশকে, নাটোরের সেই বৃদ্ধ গরু ব্যবসায়ী রইস উদ্দিন এবার পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবের পথে রওনা দিয়েছেন। তাঁর এই স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এবং অপু বিশ্বাসের সম্পূর্ণ আর্থিক সহযোগিতায় এই কাজটি সম্পন্ন হয়েছে।

গত ঈদুল আজহার আগে নাটোরের সিংড়া উপজেলার পাকুরিয়া গ্রামের রইস উদ্দিন তাঁর নিজের পোষা গরুটি বিক্রি করতে এসেছিলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে। এক ক্রেতা গরু কিনে তাঁকে এক লাখ ২৩ হাজার টাকা দেন, যার মধ্যে এক লাখ ২১ হাজার টাকাই ছিল জাল নোট। এই নির্মম প্রতারণার শিকার হয়ে হাটের মধ্যেই অঝোরে কাঁদতে থাকেন তিনি। তাঁর সেই অসহায় কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়।

রইস উদ্দিনের এই দুর্দশার খবর ছড়িয়ে পড়লে অনেকেই তাঁর পাশে দাঁড়ান। তবে সবচেয়ে বড় উদ্যোগটি নেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শামসুল হক ফাউন্ডেশন জানায়, অপু বিশ্বাস নিজে থেকেই তাদের সঙ্গে যোগাযোগ করেন এবং রইস উদ্দিনের ওমরাহ পালনের সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেন।

সেই কথা মতোই, শুক্রবার (২৫ জুলাই) ভোর ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পবিত্র ওমরাহর উদ্দেশে রওনা দেন রইস উদ্দিন।

এক নির্মম প্রতারণার শিকার হওয়া সাধারণ একজন মানুষের পাশে একজন শীর্ষ স্থানীয় অভিনেত্রীর এভাবে দাঁড়ানোকে সামাজিক মাধ্যমে সকলেই প্রশংসা করছেন। অপু বিশ্বাসের এই কাজটিকে অনেকেই মানবতার এক দারুণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।

বাংলাফ্লো/এইচএম 

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0