Logo

‘আমার পরিণতিও হতে পারে সুশান্তের মতো’, আশঙ্কায় তনুশ্রী দত্ত

“এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। নিজেদের স্বার্থে ওরা অন্যদের বেঁচে থাকাও কষ্টকর করে তুলতে পারে। ঈশ্বরের এই সন্তানেরা এমনই সব মানুষদের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।”

ছবি-বাংলাফ্লো

এন্টারটেইনমেন্ট ডেস্ক

ঢাকা: কয়েক দিন আগেই নিজের বাড়িতে হেনস্তার শিকার হচ্ছেন বলে কান্নায় ভেঙে পড়েছিলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। তখন তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁর পরিণতিও প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতো হতে পারে। এবার সেই সুশান্তকে নিয়েই আরও এক বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় এলেন তিনি। তনুশ্রী দাবি করেছেন, সুশান্ত সিং রাজপুত, দিশা সালিয়ান এবং জিয়া খান ছিলেন “ঈশ্বরের নিহত সৈনিক” এবং তাঁদের অবসাদের গল্প সাজানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তনুশ্রী দত্ত লিখেছেন, “সুশান্ত সিং রাজপুত, দিশা সালিয়ান, জিয়া খানের মতো ঈশ্বরের নিহত সৈনিকদের জন্য প্রার্থনা করা উচিত আমাদের। ...আমরা কেউ জানি না, তারা কতটা যুদ্ধ করেছেন, শয়তানদের সঙ্গে কী প্রকার লড়াই করেছেন। অবসাদ নিয়ে গল্প ফাঁদা এখন খুব সহজ বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও যোগ করেন, “এই দুনিয়ায় খারাপ মানুষের অভাব নেই। নিজেদের স্বার্থে ওরা অন্যদের বেঁচে থাকাও কষ্টকর করে তুলতে পারে। ঈশ্বরের এই সন্তানেরা এমনই সব মানুষদের লোভ, কামনা, ক্ষমতা ও উচ্চাকাঙ্ক্ষার শিকার হয়েছেন।”

তনুশ্রী তাঁর নিজের জীবনের নিরাপত্তা নিয়েও গভীর আশঙ্কার কথা জানিয়েছেন। তিনি মনে করেন, বলিউডের ‘মাফিয়া গ্যাং’ তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং গত চার-পাঁচ বছর ধরে তাঁকে প্রতিনিয়ত হেনস্তা করা হচ্ছে। তাঁর এই বক্তব্য এবং সুশান্তের মৃত্যুকে একই সূত্রে গাঁথার চেষ্টা, বলিউডের অন্ধকার দিক নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর পর দীর্ঘ তদন্ত শেষে সম্প্রতি সিবিআই জানিয়েছে, তারা অভিনেতার মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা বা ষড়যন্ত্রের প্রমাণ খুঁজে পায়নি। কিন্তু তনুশ্রীর এই মন্তব্য সেই পুরনো বিতর্ককে আবারও উস্কে দিল।

বাংলাফ্লো/এইচএম

Post Reaction

👍

Like

👎

Dislike

😍

Love

😡

Angry

😭

Sad

😂

Funny

😱

Wow

Leave a Comment

Comments 0